Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফানুস তৈরি কর্মশালায় সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এবার এবিএসবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ডপেইন্টেড ফানুস অর্থাৎ ফানুসের গায়ে হাতে আঁকা রংতুলির চিত্রকর্ম

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:২০ পিএম

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আয়োজন করা হয়েছিল “ফানুস তৈরীর কর্মশালা”। এই আয়োজনে সব বয়সী মানুষের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

বুধবার (২০ অক্টোবর) এই কর্মশালার আয়োজন করে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বৃহৎ ধর্মীয়, মানবতামূলক ও সামাজিক সংগঠন এসোসিয়েশন অব বুড্ডিস্ট স্টুডেন্টস অব বাংলাদেশ (এবিএসবি)। 

আয়োজকরা জানান, এবার এবিএসবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো হ্যান্ডপেইন্টেড ফানুস অর্থাৎ ফানুসের গায়ে হাতে আঁকা রংতুলির চিত্রকর্ম। যেখানে গৌতম বুদ্ধের জীবনের সব গুরুত্বপূর্ণ সময়ের ছবি প্রতিটি ফানুসে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই ফানুসগুলো একই সঙ্গে চট্টগ্রাম বৌদ্ধ বিহার, নন্দন কানন এবং রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উত্তোলিত হয়।

About

Popular Links