Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মন্দির ভাঙচুর: ১৭ জনের ৫ দিনের রিমান্ড

কুমিল্লায় ঠাকুরপাড়া কালীমন্দির ভাঙচুরের ঘটনায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৫:২৪ পিএম

কুমিল্লায় ঠাকুরপাড়া কালীমন্দির ভাঙচুরের ঘটনায় মামলায় ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ আসামিকে হাজিরে করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে ১ নম্বর মালি আদালতের বিচারক চন্দন কান্তিনাথ তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লার আদালত পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। 

About

Popular Links