Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

কবিতা: ওম চাইলে

তোমাদের চোখ পড়েনি, খেয়াল রাখোনি।

তোমাদের গীত সদ্য ভোরেও ঘুম পাড়ানি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

কুয়াশার পর জোড়া টিয়া বসলো উড়ে।

রোদের ভেতর সংসার শুরু কার্নিশ জুড়ে।


তোমাদের চোখ পড়েনি, খেয়াল রাখোনি।

তোমাদের গীত সদ্য ভোরেও ঘুম পাড়ানি।


ডগা ছুঁয়ে গড়িয়ে পড়া শিশির আগে জেগেছে।

সে চিরহরিৎ আজান কে শুনেছে?


এরপর ঝাপ খুললো চায়ের টঙ।

দেখেছ তখন নাইটগার্ডের চোখের রঙ?


অ্যাকুইরিয়ামে সাঁতরানো মাছকে খাবার দিলো শিশু।

ফ্ল্যাট কবরের শহরে এ নয় অল্প কিছু।


হিম প্রহরের সক্কালে এখানে আর কী পাবে?

ওম চাইলে এ তল্লাট দ্রুত ছাড়তে হবে।


ফ্রিল্যান্স লেখক ও সাংবাদিক হাসান শাওনের জন্ম, বেড়ে ওঠা রাজধানীর মিরপুরে। পড়াশোনা করেছেন মনিপুর উচ্চ বিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনিস্টিটিউটে। ২০০৫ সাল থেকে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কাজ করেছেন সমকাল, বণিক বার্তা, ক্যানভাস ম্যাগাজিন ও আজকের পত্রিকায়।

২০২০ সালের ১৩ নভেম্বর হাসান শাওনের প্রথম বই “হুমায়ূনকে নিয়ে” প্রকাশিত হয়।About

Popular Links