Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওষুধেই সারবে অ্যাপেনডিসাইটিস, বলছে গবেষণা

প্রায় ৭০% রোগীকেই শুধু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেই সুস্থ করে তোলা গেছে, অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৪ পিএম

অ্যাপেনডিসাইটিসের চিকিৎসায় সুখবর জানিয়েছে হদিশ দিলেন যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা। একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা জানাচ্ছেন, প্রায় ৭০% রোগীকেই শুধু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সুস্থ করে তুলেছেন তারা, অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, মানুষের বৃহদন্ত্রের একটি অংশ হল সিকাম। এই সিকামে অ্যাপেনডিক্স নামের একটি আঙুলের মতো উপবৃদ্ধি দেখা যায়। বিভিন্ন জীবাণুর আক্রমণ, খাদ্যের অংশ ঢুকে যাওয়া প্রভৃতি কারণে এতে প্রদাহ দেখা দিতে পারে, ক্ষেত্র বিশেষে এটি ফুলে ওঠে ও পুঁজ জমে যায়। ফলে প্রবল ব্যথা হয় তলপেটের ডান প্রান্তে। এই উপসর্গের নামই অ্যাপেনডিসাইটিস।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বে উদর সংক্রান্ত সবধরনের অস্ত্রোপচারের মধ্যে অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচারেই সংখ্যায় সবচেয়ে বেশি। এতোদিন এই রোগে অন্য কোনো ধরনের চিকিৎসা পদ্ধতির কথা জানা ছিল না। তাই অস্ত্রোপচার ছাড়াই যদি নিয়ন্ত্রণে থাকে এই রোগ, তবে তা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এক বড়সড় অগ্রগতি।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপেনডিসাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর সিটি স্ক্যান বা সমতুল্য কোনো পরীক্ষার মাধ্যমে রোগ কতটা জটিল, প্রাথমিকভাবে সেটি যাচাই করা প্রয়োজন। যদি অস্বাভাবিক কোনো লক্ষণ না দেখা যায় তবে অস্ত্রোপচারের কথা না ভেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই মিলতে পারে ভালো ফল।

তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারে ভাল ফল মিললেও এখনই অ্যাপেনডিসাইটিস নিরাময়ে একে চূড়ান্ত চিকিৎসা পদ্ধতি বলতে নারাজ গবেষকরা। তারা জানাচ্ছেন, প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাময়িক স্বস্তি মিললেও শেষ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কাজেই রোগের প্রাবল্য ভেদে ভিন্ন হতে পারে চিকিৎসা পদ্ধতি। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন।


   

About

Popular Links

x