Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানের সাঙ্গু নদীতে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকায় করে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় তাদের মধ্যে আট জন ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে সবাই নদীর স্রোতে ভেসে যায়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩৮ এএম

বান্দরবানের তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ভাইবোন ।

মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। নিখোঁজ ভাইবোন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও তার বোন আদ‌নিন (১৬)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়নের বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকায় করে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় তাদের মধ্যে আট জন ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে সবাই নদীর স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ছয় জনকে জীবিত উদ্ধার করলেও ভাইবোন নিখোঁজ হয়। হাসপাতালে নেওয়ার পথে এক পর্যটকের মৃত্যু হয়।

এ বিষয়ে বান্দরবান রোয়াংছ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, ১০ পর্যটক বেতছড়ায় নৌকা নি‌য়ে বেড়া‌তে গেলে সেখানে বাধরা ঝর্ণার পাশে নদী‌তে আট জন গোসল করতে নামলে স্রো‌তে ভেসে দুজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধার করতে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x