Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃত্তি নিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আইইএলটিএসে স্কোর ৬.৫ হলেই করা যাবে আবেদন

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:১৩ এএম

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য কানাডা। প্রতিবছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়তে যান। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে অন্যতম সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়।

সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালে কানাডাসহ সারাবিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। 

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।

ভাষাগত দক্ষতা

ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।

আবেদনের সময়সীমা

বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।

নিজে আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php

অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: https://www.usask.ca/admission/ লিংকে।

ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements লিংকে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।

বৃত্তি-সম্পর্কিত আরও তথ্য জানতে দেখতে পারেন লিংকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিংকে

   
Banner

About

Popular Links

x