উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য কানাডা। প্রতিবছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কানাডায় পড়তে যান। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে কানাডার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে অন্যতম সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়।
- উচ্চশিক্ষায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় বৃত্তির সুযোগ
- উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে যা জানা প্রয়োজন
- বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সৌদি আরবে
সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালে কানাডাসহ সারাবিশ্বের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এ আবেদন জানুয়ারি ২০২৪-এ শুরু হতে যাওয়া উইন্টার ইনটেকের জন্য।
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে জেনে রাখুন কিছু বিষয়
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা পেতে সতর্ক থাকতে হবে যেসব বিষয়ে
- উচ্চশিক্ষার জন্য স্পেন যেতে যা জানা প্রয়োজন
- আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে তুরস্কে
ভাষাগত দক্ষতা
ইংরেজি ভাষাভাষী দেশের প্রার্থীদের আইইএলটিএস, টোফেল বা অন্যান্য স্কোর না থাকলেও হবে। কিন্তু ইংরেজি ভাষাভাষীর বাইরের দেশের নাগরিকদের আইইএলটিএসএ ৬ দশমিক ৫ অথবা টোয়েফেল ৮৬ অথবা পিটিইতে ৬৩ অথবা ডুয়োলিঙ্গে ১১০ পেতে হবে।
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হাঙ্গেরিতে বৃত্তির আবেদন শুরু
- নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়তে যাওয়ার সুযোগ
- উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে যেতে প্রয়োজনীয় তথ্য
- সুইডেনে স্কলারশিপ পাওয়ার কিছু উপায়
- উচ্চশিক্ষার জন্য জাপানে যেতে জেনে রাখুন এসব তথ্য
- জেনে নিন বিভিন্ন দেশে উচ্চশিক্ষার বৃত্তি সম্পর্কে
আবেদনের সময়সীমা
বিদেশি শিক্ষার্থীরা এ বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কানাডার নাগরিকেরা এ বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
- উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যেতে যা জানা প্রয়োজন
- উচ্চশিক্ষায় সুইজারল্যান্ডে বৃত্তি পাওয়ার উপায়
- জার্মানিতে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার জন্য আবেদন করবেন যেভাবে
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে প্রয়োজনীয় কিছু তথ্য
- উচ্চশিক্ষার জন্য ভারতে যাওয়ার আগে যা জানা প্রয়োজন
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদনের সব কাজ নিজেকেই করতে হবে। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করা যাবে আবেদন।
নিজে আবেদনের লিংক: https://grad.usask.ca/admissions/how-to-apply.php
অনলাইনে নিজেই আবেদন করতে চাইলে ভিজিট করুন: https://www.usask.ca/admission/ লিংকে।
ন্যূনতম যোগ্যতা জানতে ভিজিট করুন: Minimum admission requirements লিংকে।
- আইইএলটিএস ছাড়াই পড়তে যেতে পারেন হাঙ্গেরিতে, আছে খণ্ডকালীন কাজের সুযোগ
- উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে যেতে জেনে নিন কিছু তথ্য
- উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন যেসব কারণে
- আইইএলটিএস ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ায়
- উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে যা জানা প্রয়োজন
- রাশিয়ায় পড়তে যেতে লাগবে না ব্যাংক বিবরণী, আইইএলটিএস
বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে নিজ দেশের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আবেদন করা যাবে। এ জন্য লিংকে ভিজিট করতে হবে।
বৃত্তি-সম্পর্কিত আরও তথ্য জানতে দেখতে পারেন লিংকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিংকে।