Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনা পরামর্শ দেন, ফসল ফলিয়েও দেখান

গণভবনের ছাদে মরিচ গাছে এসেছে ফলন। মোবাইল ফোনে সেই ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নিজেই

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম

সরকারি বাসভবন গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলন এসেছে গাছগুলোতে। মোবাইল ফোনে নিজেই সেই মরিচের ছবি তুলেছেন তিনি। 

প্রধানমন্ত্রীর ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় বলতে শোনা গেছে, একটি পরিবারের যতটুকু সবজি প্রয়োজন, তার অনেকটাই ছাদে বা বারান্দায় টবে চাষ করে মেটানো সম্ভব। সম্ভব প্রতিবেশীরও প্রয়োজন মেটানো।

সেই কথার প্রমাণ রাখলেন তিনি নিজেই।

কোভিড মহামারির শুরুতে খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন। 

গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়ির পতিত জমিতে। সেই ফসল গণভবনে নিয়ে এসে বিলিয়েও দিয়েছেন সবার মাঝে।

About

Popular Links