Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

  • ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  এই বৃত্তির জন্য বর্তমানে আবেদন গ্রহণ করা হচ্ছে
  • আবেদন জমার শেষ দিন ১৭ অক্টোবর
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ বৃত্তির মাধ্যমে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় কমনওয়েলথ বৃত্তি। কমনওয়েলথভুক্ত দেশের সদস্য হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  এই বৃত্তির জন্য বর্তমানে আবেদন গ্রহণ করা হচ্ছে।

আবেদন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। আবেদন জমার শেষ দিন ১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টা। দেশের মনোনীত প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদনের জন্য দুটি মনোনীত প্রতিষ্ঠান রয়েছে। আবেদনের বিস্তারিত দেখা যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে

কমনওয়েলথ মাস্টার্স বৃত্তির সুবিধা

  • যুক্তরাজ্য যাতায়াতের বিমানের টিকিট
  • টিউশন ফি ফ্রি
  • থাকার খরচ হিসেবে মাসে ১ হাজার ৩৪৭ পাউন্ড। আর কেউ লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে পাবেন ১ হাজার ৬৫২ পাউন্ড
  • গরম কাপড় কেনার অর্থ
  • শিক্ষাসফরের খরচ
  • শিক্ষার্থীর যদি ১৬ বছরের কম বয়সী শিশু থাকে তবে প্রথম শিশুর জন্য মাসে ৫৬৭.৬১ পাউন্ড। ২য় ও ৩য় শিশুর ক্ষেত্রে মাসে ১৪৩ পাউন্ড পাবেন।

আবেদনের যোগ্যতা

  • কমনওয়েলথভুক্ত দেশসমূহের নাগরিক হতে হবে
  • সেপ্টেম্বর ২০২৪–এ মাস্টার্সের শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে
  • ২০২৪ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দর্শাতে হবে
  • এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্য পড়ার সামর্থ্য নেই
  • প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে

কমনওয়েলথ মাস্টার্স প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন

   

About

Popular Links

x