জাহাজের এক কর্মচারীকে বিয়ে করতে রাজপরিবার ত্যাগ করছেন জাপানের রাজকন্যা আয়াকো। গত দু’বছরে দুইজন রাজকন্যা এমন ঘোষণা দিলেন যারা সাধারণ নাগরিককে বিয়ে করছেন।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার (২৬ জুন) জাপানের সম্রাট আকিহিতোর ভাতিজি এবং প্রয়াত প্রিন্স তাকামোদের তৃতীয় কন্যা আয়াকো ঘোষণা দেন,জাহাজ কোম্পানি এনওয়াইকে লাইন এর কর্মচারী ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এক বছর আগে তাদের পরিচয় হয়। আগামী ১২ আগস্ট তাদের দুইজনের মধ্যে আংটি বদল হবে। ২৯ অক্টোবর টোকিওর একটি ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
মোরিয়ার সঙ্গে আয়াকোর পরিচয় হয় প্রায় দুই বছর আগে। আয়াকোর মা প্রিন্সেস তাকামোদের মাধ্যমেই পরিচয় হয় তাদের। একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করতে গিয়ে মোরিয়ার মা-বাবার সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রিন্সেস তাকামোদের। এরপর তাঁদের পরিবারের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক গড়ে ওঠে।
আয়াকোর মা আশা করেন, এই পরিচয়ের মাধ্যমে তাঁর মেয়েও বৈশ্বিক কল্যাণমূলক কাজে আগ্রহী হবে। তবে বাস্তবে বৈশ্বিক কল্যাণের ইচ্ছা ছাড়াও এই যুগলের মধ্যে অনেক মিল আছে। তারা দুজনেই স্কি, বই ও ভ্রমণ পছন্দ করেন।
রাজপরিবারের বিধান অনুযায়ী মোরিয়াকে বিয়ে করার পরপরই রাজপরিবার ছাড়তে হবে আয়াকোকে। তবে রাজপরিবার ছাড়লেও পারিতোষিক হিসেবে প্রায় ১০ লক্ষ ডলার প্রদান করা হবে তাঁকে।
এর আগে গত মে মাসে আরেক রাজকন্যা মাকো একই সিদ্ধান্ত নেন। জাপানের রাজপরিবারের বিধান অনুযায়ী, রাজপরিবারের কোন সদস্য সাধারণ নাগরিকদের মধ্যে কাউকে বিয়ে করলে তাঁকে রাজপরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে হয়।