Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃত্তি নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চীনে পড়ালেখা করতে চাইলে আবেদন করুন এখনই

অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:০৯ পিএম

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য চীন। বিশেষ করে এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের কাছে চীনের বিশ্ববিদ্যালয়গুলো বেশ পছন্দের। প্রতিবছর বাংলাদেশ থেকেও অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমান। দেশটির বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির সুবিধাও।

সম্প্রতি এরকম একটি বৃত্তির ঘোষণা দিয়েছে চীন সরকার। “চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ“ নামের এ বৃত্তির মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগামের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ২৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত আবেদন করতে পারবেন।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনের যোগ্যতা

  • স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর
  • স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর
  • পিএইচডি করতে চাইলে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর
  • জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর
  • সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আগ্রহীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর

প্রয়োজনীয় নথি

  • জীবন বৃত্তান্ত
  • জাতীয় পরিচয়পত্র
  • পাসপোর্টের কপি
  • মোটিভেশনাল লেটার
  • অনলাইন আবেদনপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • রিকমেন্ডেশন লেটার
  • স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
  • ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোফেল)
  • পুলিশ ক্লিয়ারেন্স

বৃত্তির সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি
  • আবাসন সুবিধা
  • মাসিক উপবৃত্তি (স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলারে আলাদা আলাদা উপবৃত্তি)
  • চিকিৎসা বিমা

আবেদন প্রক্রিয়া

  • বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না। চীন সরকারের কাছে আবেদন করতে এখানে দেখুন। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে এখানে দেখুন। এ লিংক আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।
  • আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/ নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে।
  • হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
   

About

Popular Links

x