Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্রোত আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগঠনটির ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪১ পিএম

মাসুদুজ্জামানকে সভাপতিও মাহফুজ মাসুমকে সাধারণ সম্পাদকনির্বাচিত করে ‘স্রোত আবৃত্তি সংসদে'র নতুন কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগঠনটির ২৩তম সম্মেলন শেষে ১ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।    

নতুন কমিটিতে সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে ইয়াসির আরাফাত অভি, অর্থ ও তথ্য-যোগাযোগ সম্পাদক পদে আজিম রানা, অনুষ্ঠান সম্পাদক পদে মাহফুজ তুহিন, কর্মশালা সম্পাদক পদে ফারহানা আক্তার, প্রচার সম্পাদক পদে আনিসুর রহমান রিমন , প্রকাশনা সম্পাদক পদে সুবর্ণ আহসান, কার্য‍নিবাহী সদস্য পদে ফখরুল ইসলাম তারা, মাহফুজ রিজভী, প্রজ্ঞা হক, এনায়েত শাওন ও শারমিন জাহান মৌ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ১১নভেম্বর বচন ও আবৃত্তি শিল্পের উৎকর্ষতার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে স্রোত আবৃত্তি সংসদ। বাঙালি সংস্কৃতি চর্চার ধারাবাহিতায় ৩১ বছর যাবত স্রোত আবৃত্তি সংসদ দুই শতাধিক আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন করেছে। এছাড়াও সফলভাবে সম্পন্ন করেছে ৪০টি আবৃত্তি কর্মশালা।

   

About

Popular Links

x