Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

'আকবর' আর 'সীতা'র নাম পরিবর্তনের নির্দেশ

ত্রিপুরার চিড়িয়াখানা কৃর্তপক্ষ সিংহের নাম রেখেছিল ‘আকবর’ আর সিংহীর ‘সীতা’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

ভারতের ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে একটি সিংহ ও সিংহীকে। ত্রিপুরার বিশালগড়ের “সিপাহিজলা চিড়িয়াখানা” থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয় এই সিংহ দম্পতিকে।

তবে ঝামেলা দেখা দেয় সিংহ দম্পতির নাম নিয়ে। চিড়িয়াখানা কৃর্তপক্ষ সিংহের নাম রেখেছিল “আকবর” আর সিংহীর নাম “সীতা”। তবে এই নামের বিরোধীতা করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশেষ করে সিংহীর সীতা নাম নিয়ে ক্ষোভ জানায় তারা। সিংহীর নাম পাল্টানোর জন্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে হিন্দু পরিষদ।

জনস্বার্থে দায়ের করা এই মামলার রায়ে ওই সিংহ ও সিংহীর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই রায় দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

জানা গেছে, ২০১৬ এবং ২০১৮ সালে ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানায় ওই সিংহ ও সিংহীর নামকরণ করা হয়। তবে, এই নাম নিয়ে বিতর্ক শুরু হয় পশ্চিমবঙ্গে নিয়ে আসার পর।

আদালতে বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবীরা দাবি করেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সামাজিক অস্থিরতার আশঙ্কা রয়েছে।

তবে দু'দিন ধরে চলা শুনানিতে রাষ্ট্রীয় আইনজীবীরা যুক্তি দেন, সম্ভবত আদর করেই সিংহীটির নাম সীতা রাখা হয়েছে।

   

About

Popular Links

x