আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘সমান চিন্তা, বুদ্ধিদীপ্ত নির্মাণ, পরিবর্তনের জন্য উদ্ভাবন’।
যে নারী ও কিশোরীরা সবার জন্য সুন্দর পৃথিবী গড়তে বাধা ভাঙছেন তাদের সমর্থন জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘ ‘আসুন আমরা নিশ্চিত করি, নারী ও কিশোরীরাও যেন আমাদের সবার জীবনের ওপর প্রভাব ফেলা নীতি, পরিষেবা ও অবকাঠামোর আকার দেয়ার ক্ষেত্রে কাজ করতে পারেন।’
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সমাবেশ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে ৯ মার্চ সকাল ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে পাঁচ নারীকে ‘জয়ীতা পুরস্কার’ দেওয়া হবে।
জেলা শহরগুলোতে ৮-৯ মার্চ নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন করা হবে।
দিবস উপলক্ষে সারা বিশ্বের নারীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।