Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

নেপালেও বন্ধ 'পাবজি'

এই গেমের ফলে শিশুরা কোনকাজে মনোনিবেশ করতে পারছে না বলে অভিযোগ করেন অভিভাবকরা।

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ পিএম

নেপালে জনপ্রিয় অনলাইন গেম 'পাবজি' বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গেমটি শিশুদের মনে কুপ্রভাব ফেলছে এমন দাবি করে স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে গেমটি নিষিদ্ধ করা হয়। 

নেপালের টেলিকমিউনিকেশন দপ্তরের ডেপুটি ডিরেক্টার সন্দীপ অধিকারি বলেন, 'ইতোমধ্যেই আমরা সারা দেশে পাবজি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি। শিশুমনে এই গেম কুপ্রভাব ফেলছে।' 

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরই মধ্যে সারা দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাবজিস্ট্রিম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সন্দীপ। তিনি বলেন, এই গেমের ফলে শিশুরা কোনকাজে মনোনিবেশ করতে পারছে না বলে অভিযোগ করেন অভিভাবকরা। তাই নিষিদ্ধ করা হয়েছে এই গেম। 

পাবজি একটি অনলাইন ব্যাটেল গেম। এই গেমে একসঙ্গে একাধিক খেলোয়াড় একটি দ্বীপের মধ্যে যুদ্ধ করে। এর আগে ভারতের গুজরাট রাজ্যে গেমটি নিষিদ্ধ করা হয়।

   

About

Popular Links

x