দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নেয়া গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান দলের পঞ্চম কাউন্সিলে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মহানগর নাট্যমঞ্চে দলের প্রেসিডেন্ট ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের টিকিটে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
পরে ২০ এপ্রিল গণফোরাম কেন্দ্রীয় কমিটির বৈঠকে ‘গঠনতন্ত্র ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী’ পদক্ষেপের জন্য মোকাব্বিরকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
মোকাব্বির আজকের কাউন্সিলে যোগ দেন এবং ড. কামালের তিন আসন পরই মঞ্চে বসেন যা দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।