Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

'এরশাদের অবর্তমানে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হবে'

'এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব'

আপডেট : ০৯ মে ২০১৯, ০৭:৪৮ পিএম

এরশাদের অবর্তমানে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, "হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টি নয়, সমগ্র বাংলাদেশের রাজনীতিতেই একটা বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে"।

এসময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই আমরা জাতীয় পার্টিকে ধরে রাখব। আমরা এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব। নবীন ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় পার্টি আরো সামনে এগিয়ে যাবে।"

এসময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ঝোটন দত্তসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About

Popular Links