Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

শপথ নিলেন রুমিন ফারহানা

রবিবার দুপুর ১২টায় সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে শপথ নেন তিনি

আপডেট : ০৯ জুন ২০১৯, ১২:৩২ পিএম

সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (৯ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে শনিবার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শপথ নেয়ার এ তথ্য জানান।

প্রসঙ্গত, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা দলের একক প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনটিতে নির্বাচনের জন্য গত ২০ মে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে রুমিন ফারহানাকে ২৮ মে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি সংসদে তাদের পাঁচ নির্বাচিত সদস্যের বিপরীতে নারীদের জন্য সংরক্ষিত একটি আসন পেয়েছে।

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের মোট সাধারণ আসনের অনুপাতে বণ্টন করে দেয়া হয়।

   

About

Popular Links

x