Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগে নতুন সদস্য সংগ্রহে জোর দিলেন কাদের

'নেত্রী বার বার তাগিদ দেওয়ার পরও আমরা সদস্য সংগ্রহ করিনি'

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৬:২২ পিএম

আওয়ামী লীগে নতুন সদস্য অন্তর্ভুক্তির উপর জোর দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) কর্তৃক আয়োজিত এ যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, "নতুন কর্মী সৃষ্টি করতে হবে, কারণ কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। কর্মীরাই পারে দুঃসময়ে দলকে বাঁচিয়ে রাখতে। জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ চলতে পারে না"।   

"দলে (আওয়ামী লীগ) অনেক সাহসী এবং ত্যাগী নেতা ছিলেন, যারা আজ আমরা হারিয়েছি। কিন্তু হারিয়ে যাওয়াদের রিপ্লেসমেন্ট কি আমরা করতে পারছি? নতুন রিক্রুটমেন্ট কি আমরা করতে পারছি? নেত্রী বার বার তাগিদ দেওয়ার পরও আমরা সদস্য সংগ্রহ করিনি", যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, "এখন যদি আমরা ক্ষমতার দাপট দেখাই তবে কেউ আমাদের মনে রাখবে না। পকেট কমিটি কারও কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাভোগীদের পার্টি নয়। দলের যখন আবার দুঃসময় আসবে তখন দেখবেন, সুবিধাভোগী, বসন্তের কোকিলদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না"।

এছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদের ‘এই সপ্তাহে খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন’ এমন মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন, "তিনি বিজ্ঞ আইনজীবী। হয়তো তিনি বুঝতে পেরেছেন। তবে এটুকু বলতে পারি, যদি আদালত বেগম জিয়াকে জামিন দিতে চান তাহলে সরকারের হস্তক্ষেপ করার কোনও প্রশ্নই ওঠে না। কারণ, সরকার সবসময় বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল"।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

   
Banner

About

Popular Links

x