Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেনন: নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা নেই

নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৭:৪৪ পিএম

নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন এবং পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই।

বুধবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন বলে ইউএনবির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

মেনন বলেন, "নির্বাচনে জনগণ ভোট দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা শুধু নির্বাচনের জন্যই বিপজ্জনক নয়, দেশের জন্যও বিপজ্জনক"।

তিনি আরো বলেন, "যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ নির্বাচনের নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রাজনৈতিক দল শুধু নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। এটা সবার জন্য প্রযোজ্য এবং আওয়ামী লীগের জন্যও"।

   

About

Popular Links

x