Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়ে ছাত্রলীগের ব্যানার!

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৫:০৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্ম পরিষদের সদস্য মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়েছে। এ ব্যানারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়, আব্দুল মান্নান নামে এক উপজেলা ছাত্রলীগ নেতার উদ্যোগে ব্যানারটি টাঙানো হয়েছে। প্রসঙ্গত, জামায়াত নেতা মুমিনুল স্বাধীনতা যুদ্ধে রাজাকার হিসেবে কাজ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বহুল আলোচিত এই ব্যানারের যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় যে ব্যানারে লেখা আছে, "সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি মহোদয়ের শ্বশুর ও রিজিয়া রেজা চৌধুরীর শ্রদ্ধেহ পিতা আলহাজ মাওলানা মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একজন রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, "মুমিনুল শুধু জামায়াত নেতা নয়, তিনি রাজাকারও ছিলেন। তার মৃত্যুতে যারা শোক প্রকাশ করেছেন, তারা ছাত্রলীগের সদস্য হতে পারে না। তারা ছাত্রলীগ নামধারী সুবিধাভোগী। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।"

তার মৃত্যুতে শোক প্রকাশ করে যে ব্যানার লাগানো হয়েছে সেখানে উল্লিখিত আব্দুল মান্নানকে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাতকানিয়া ছাত্রলীগের কমিটি কয়েক মাস আগেই বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে সাতকানিয়ায় ছাত্রলীগের কোনও কমিটি নেই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এমএম বোরহান উদ্দিন এ প্রসঙ্গে বলেন, "কয়েক মাস আগে ওই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। আব্দুল মান্নান ওই কমিটির সভাপতি ছিলেন। কমিটি বিলুপ্ত ঘোষণার পর তার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই।"

"জামায়াত নেতার মৃত্যুতে ছাত্রলীগের নাম ব্যবহার করে ব্যানার টানানো হয়েছে, এমন একটি খবর আমিও শুনেছি। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা এ ধরনের কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো", যোগ করেন তিনি।

এদিকে ব্যানারের বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন ব্যানারে উল্লিখিত ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান। এর পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুমিনুল হক চৌধুরী। পরবর্তীতে শনিবার চট্টগ্রাম কলেজ মাঠে তার নামাজের জানাযায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও জানাজায় অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

About

Popular Links