Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভেতরে অবরুদ্ধ নেতারা, বাইরে ডিম হাতে ছাত্রদল!

অবস্থানরত ছাত্রদল নেতা-কর্মীরা কাউন্সিল বাতিলের দাবি জানান। আজকের আলোচনায় তারা স্পষ্ট সমাধান পাননি বলে অভিযোগ করেন তারা।

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৫:৪৩ পিএম

আবারও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে প্রায় দুইশ' বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মী মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। এসময় বিএনপি কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ ছিলেন দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, বাইরে ডিম হাতে অপেক্ষা করতে দেখা গেছে ছাত্রদলের কয়েকজনকে।

এদিন সকাল ১০টা থেকেই কার্যালয়ের অদূরে স্কাউট মার্কেটের পাশে তারা অবস্থান নেন ছাত্রদল নেতা-কর্মীরা। প্রথম দিকে বৃষ্টি এবং পরবর্তীতে বিএনপির জ্যেষ্ঠ্য নেতাদের সঙ্গে আলোচনা চলতে থাকায় তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে সরে যান। তবে প্রায় ৪ ঘণ্টা পর আবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন তারা।
 

বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ের বাইরে ডিম হাতে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের অবস্থান। ছবি: মেহেদি হাসান/ঢাকা ট্রিবিউন


বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের এই অবস্থানে কার্যালয়ের ভেতরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিনসহ আরও অনেকে।

এসময় অবস্থানরত ছাত্রদল নেতা-কর্মীরা কাউন্সিল বাতিলের দাবি জানান। আজকের আলোচনায় তারা স্পষ্ট সমাধান পাননি বলে অভিযোগ করেন তারা।

About

Popular Links