Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

গোপন বৈঠক থেকে জামায়াতের চট্টগ্রাম নগর আমিরসহ গ্রেফতার ১২

গ্রেফতার জামায়াত নেতারা ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৯:৫৪ এএম

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

মহানগর আমির মুহাম্মদ শাহজাহান ছাড়াও গ্রেফতার করা হয়েছে জামায়াত নেতা মহানগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. উল্লাহকে। গ্রেফতারের পর তাদেরকে পাঁচলাইশ থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, গ্রেফতার জামায়াত নেতারা ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিলেন।

তিনি আরও বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় জামায়াতের সাংগঠনিক কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’’

About

Popular Links