Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদের: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

‘জাপা ভাঙেনি। যেকোনও ব্যক্তি যেকোনও ঘোষণা দিলেই তা বাস্তবায়িত হয় না। রওশন এরশাদকে সম্মান করি। যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৮ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “‘শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। জাপা ভাঙেনি। কোনও ভাঙনের মুখে পড়েনি। যেকোনও ব্যক্তি যেকোনও ঘোষণা দিলেই তো তা বাস্তবায়িত হয় না।”

তিনি আরও  বলেন, “রওশন এরশাদকে সম্মান করি। যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি।”

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে জিএম কাদের এসব কথা বলেন। তিনি সেখানে এরশাদের বিভিন্ন নির্দেশনা পাঠ করে শোনান। 

এর আগে বেলা সোয়া ১২টার দিকে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সংবাদ সম্মেলনে রওশনকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন তার অনুগতরা। এরপরই জিএম কাদের তাৎক্ষণিকভাবে পাল্টা সংবাদ সম্মেলন করে নিজের প্রতিক্রিয়া জানালেন।

গঠনতন্ত্রের ২০/ধারা ক উপধারার উদ্ধৃতি করে জিএম কাদের বলেন, “আমাকে এরশাদ সাহেব তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতে নির্বাচিত করেছেন। গঠনতন্ত্রের ২০ ধারার ক উপধারায় বলা আছে, চেয়ারম্যান জাপার যে কোনও ব্যক্তিকে নিয়োগ ও নিজের স্থলাভিষিক্ত করতে পারবেন। এইচ এম এরশাদ আমাকে তার স্থলাভিষিক্ত করে গেছেন। মৃত্যুর আগের আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। মৃত্যুর পর কী হবে সেটা গঠনতন্ত্রে বলা নেই।”


আরও পড়ুন: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা একাংশের


তিনি জানান, এরশাদের মৃত্যুর পর প্রথম প্রেসিডিয়ামের বৈঠকে তাকে চেয়ারম্যান হিসেবে অভিনন্দিত করা হয়। তিনি আরও জানান, “কাউন্সিল ছাড়া অন্য কাউকে স্থলাভিষিক্ত করা যাবে না। তার (এইচ এম এরশাদ) অবর্তমানে আমাকে স্থলাভিষিক্ত করে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি চেয়ারম্যান তা এরশাদ সাহেব বলে গেছেন।”

তিনি বলেন, “দলের এমপিদের কাছে জানতে চেয়েছি কার প্রতি তাদের আস্থা আছে। ২৫জন এমপির মধ্যে ১৫জন আমার পক্ষে রয়েছেন। এর আগে জাতীয় সংসদে দলের নেতা এরশাদ দিয়েছেন, এমপিদের মতামতের ভিত্তিতেই দিয়েছেন।”

বিরোধীদলীয় নেতার পদ পাওয়া প্রসঙ্গে জিএম কাদের বলেন, “আমরা যা করেছি তা আইনসম্মতভাবে করেছি। গঠনতন্ত্র মোতাবেক করেছি। কাউকে ছোট করার জন্য করিনি।”


About

Popular Links