Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

কাদের: বিতর্কিতদের বাদ দেয়া হচ্ছে

বিতর্কিত ব্যক্তিরা যাতে কমিটিতে না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৪:৪৪ পিএম

যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস, ক্যাসিনো, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান চলতে থাকবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিতর্কিতদের বাদ দিয়ে নেতা বানানো হচ্ছে এবং হবে।”

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সমস্ত কাউন্সিলরকে যারা আশ্রয়-প্রশয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, “আপনারা তো ছাতার কথা বলছেন, ছাতা খোঁজা হচ্ছে। এ ব্যাপারে দুদককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিতর্কিত ব্যক্তিরা যাতে কমিটিতে না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।”

About

Popular Links