Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এমপি বাদল

হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১০:০৮ এএম

ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাসদের এই নেতা। ২০১৮ সালে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

বাদলের স্বজন মো. ইব্রাহিম চৌধুরী ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে মারা যান তিনি। বছর দুয়েক আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায়ও ভুগছিলেন তিনি। মরদেহ দেশে আনতে তার সন্তানেরা ইতোমধ্যে ভারতের পথে রওনা করেছেন।” 

গত মাসের ১৮ তারিখে চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুতে যান বাদল।

জাতীয় সংসদের ওয়েবসাইটের তথ্যানুযায়ী ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন এই সংসদ সদস্য।

About

Popular Links