রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে ফেনসিডিলসহ এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশ করার সময় ১ বোতল ফেনসিডিলসহ হাসান কবির (৩৫) নামে ওই যুবক পুলিশের হাতে ধরা পড়েন।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রবিবার সকাল থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে ভেন্যুতে প্রবেশ করার সময় প্রত্যেককে তল্লাশি করছিল পুলিশ। এক পর্যায়ে হাসান কবির নামের ওই যুবককে তল্লাশি করার সময় তার কোমরে লুকানো অবস্থায় এক বোতল ফেনসিডিল পান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ প্রসঙ্গে এসআই মোস্তাক হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, "আটক যুবলীগ কর্মী হাসান কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
প্রসঙ্গত, সম্মেলনে রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেরাজ উদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল ওয়াদুদ দারা।