Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

উস্কানি দেয়ায় ফখরুল-খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা

আজ সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও সংযুক্ত আছে।

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০১:৪৪ পিএম

চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য করায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে বিএনপির উচ্চপদস্থ তিন নেতার বিরুদ্ধে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ঢাকা মহানগর হাকিম আদালতে। 

আজ সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও সংযুক্ত আছে। 

মামলায় বলা হয়েছে, ‘গত ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিওতে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নাওমি নামের এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নাওমিকে তিনি বলছেন, ঢাকায় এসে লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়তে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে।’

বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের দ্বারাই উত্তরা ও মিরপুরের ঘটনাগুলো ঘটানো হয়েছে দাবি করে অভিযোগে বলা হয়েছে, ‘মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করা হয়েছে। এছাড়া মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা।’

মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন।’


   

About

Popular Links

x