আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে কিছুক্ষণ আগে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকগণ তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ওবায়দুল কাদের।
আরও পড়ুন - শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের