রাজধানীর নয়াপল্টনে কড়া পুলিশি পাহারার মধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শুরু করার কথা ছিলো বিএনপির নেতাকর্মীদের।
এর আগে সকাল ৯টা থেকে কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে পূর্বপরিকল্পিত এই কর্মসূচির বিষয়ে পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করে স্লোগান দিচ্ছে। এতে সড়কের দুই পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।