সোমবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার পর রাজধানীর হোটেল পূর্বানীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে। সোমবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার পর রাজধানীর হোটেল পূর্বানীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।
হোটেল পূর্বানীতে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাজী জাফরুল্লাহ, কাদের সিদ্দিকী প্রমূখ।
মোট ৩৫ টি অঙ্গিকার রয়েছে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে। এর মধ্যে সংক্ষিপ্ত আকারে ১৪টি মূল প্রতিশ্রুতি পাঠ করছেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।
ইশতেহার ঘোষণার পূর্বে সাংবাদিকদের সাথে সর্বশেষ নির্বাচনী অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।
মতামত দিন