ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে গণশুনানিতে সাত সদস্যের প্যানেল থাকবে
দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়মের চিত্র’ তুলে ধরতে শুক্রবার গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি দুপুর ১টায় এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৪/৫টা নাগাদ চলবে।
ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে গণশুনানিতে সাত সদস্যের প্যানেল থাকবে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি গণশুনানির তারিখ নির্ধারণ করা হলেও ওই দিন রাজধানীতে কোনো জায়গার ব্যবস্থা না হওয়ায় তা দুদিন এগিয়ে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
গণশুনানিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ঐক্যফ্রন্ট ও বাম-গণতান্ত্রিক জোটের সব প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মতামত দিন