ওবায়দুল কাদের সাবেক রাষ্ট্রপতি এবং জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদকে 'ভদ্রলোক' ও 'জনপ্রিয়' রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করেন
জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলনে পরবর্তী তিনবছরের জন্য রওশন এরশাদকে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও জিএম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনাতয়নে দলের জাতীয় সম্মেলনে এই নাম ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রধান নির্বাচন কমিশনার শেখ সিরাজ।
পরে দলের মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা করেন কাদের।
দলের মধ্যে কোনো বিভাজন নেই উল্লেখ করে জিএম কাদের বলেন, "কেন্দ্রীয় কমিটিগুলো পরে ঘোষণা করা হবে।"
তিনি আরও বলেন, "হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনে অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা এরশাদকে "ভদ্রলোক" ও "জনপ্রিয়" রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, "শক্তিশালী বিরোধীদল ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। জাপা ভালো বিরোধী দল হিসেবে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
জাপা সহিংসতায় বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, "ক্ষমতাসীন সরকারকে শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।"
সম্মেলনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন