এর আগের দিন বুধবার শাহবাগ থানায় নুরসহ ২৬ জনের বিরুদ্ধে চুরি ও হত্যা চেষ্টার মামলা করা হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করা হয়।
মামলাটি দায়ের করেন ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব হোড়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুরের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতে এ মামলাটি করেছেন বাদী।
এর আগের দিন বুধবার শাহবাগ থানায় নুরসহ ২৬ জনের বিরুদ্ধে চুরি ও হত্যা চেষ্টার মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন।
মতামত দিন