‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। থেরাপি নেওয়ার পরেও তার হাত ও পায়ের ব্যথা কমেনি। তার ডায়াবেটিসও এখনও নিয়ন্ত্রণে আসেনি’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অসুস্থ হওয়া সত্ত্বেও পবিত্র রমজান মাসে কোয়ারেন্টিনে থেকে রোজা রেখে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তিনি বলেন, “ম্যাডাম (খালেদা) করোনাভাইরাসের কারণে ঘোষিত শাটডাউনের মধ্যে কোয়ারেন্টিনে আছেন। তিনি অসুস্থতার জন্য ব্যক্তিগত চিকিত্সকদের কাছ থেকে চিকিত্সা সেবা নিচ্ছেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায়ও তিনি রোজা পালন পালন করবেন।”
শুক্রবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এ নেতা বলেন, রমজানের শুরুতে বাংলাদেশ এবং বিশ্বের সব মুসলমানের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া।
নাম প্রকাশ না করার শর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক দলের এক সদস্য বলেন, বিএনপি প্রধান তার ছেলে তারেক, দুই ছেলের বউ এবং নাতনিদের সাথে কথা বলে, পবিত্র কোরআন তেলাওয়াত ও বই পড়ে এবং নামাজ আদায় করে দিন পার করছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের চলমান অবস্থার উন্নতি না হওয়া অবধি আইসোলেশনে থাকতে চাওয়া খালেদা জিয়া তার চিকিৎসক ও আত্মীয়দের ছাড়া কারও সাথেই দেখা করতে পারেন না।
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। থেরাপি নেওয়ার পরেও তার হাত ও পায়ের ব্যথা কমেনি। তার ডায়াবেটিসও এখনও নিয়ন্ত্রণে আসেনি।”
তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এবং দেশে এর প্রভাব নিয়ে খালেদা জিয়া চিন্তিত।
গত ২৫ মার্চ ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর দুটি শর্তে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। শর্ত দুটি হলো- দেশ ত্যাগ করা যাবে না এবং গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মতামত দিন