নিজে কখনও ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি বলে চিঠিতে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামে থাকা ভুয়া অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য প্রচার বন্ধে পদক্ষেপ নিতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ মে) চিঠিটি পাঠানো হয় বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।
চিঠিতে ফখরুল বলেন, “ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে প্রচারিত মনগড়া বক্তব্য এবং মতামতের বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে ফেসবুক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।”
চিঠিতে বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিবৃতি ও মতামত প্রচার করা হচ্ছে। তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলেও চিঠিতে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোর মতামতে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি সেগুলোর জন্যও দায়বদ্ধ থাকবো না।”
যারা তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মতামত দিন