'লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত'
দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘‘বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত।’’
বার্তা সংস্থা ইউএনবির জানিয়েছে, সোমবার (৬ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘দুর্নীতিবাজ সে যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।’’
বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, করোনা সঙ্কটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং করোনাকালেও অবাস্তব তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
মতামত দিন