বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি ডালিমের খেতাব এখনও বহাল!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশের আলোকে ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি গেজেট হয়। তবে সেই গেজেট রবিবার প্রকাশ করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের বিষয়ে সুপারিশ করা হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেহ উদ্দিনসহ পাঁচজন পালিয়ে আছেন, যাদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন। হাই কোর্ট এক আদেশে তাদের সেই খেতাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
গত ৭ জুন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬ তম সভার সুপারিশের পরে সরকার ১,১৮১ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে।
তারও আগে ২ জুন, সভার সিদ্ধান্তের পরে প্রায় ১৫০,০০০ আবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে আরও ১,২৫৬ জনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতামত দিন