Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএনপিকে কাদের: করোনা নিয়ে রাজনীতি করবেন না

‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ’

আপডেট : ১১ মার্চ ২০২০, ০১:৩৪ পিএম

করোনাভাইরাসের মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১১ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, “দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।”

অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। এসময় তিনি আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে আগামী জুনের মধ্যে তাদের কাউন্সিল সমাপ্ত করতে বলেন।

গত রবিবার বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

   

About

Popular Links

x