Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে চাঁদা তোলার সময় হাতেনাতে যুবলীগ নেতা আটক

ফরিদ আটক হাওয়ায় শনিবার কদমতলী ও ডাকপাড়া এলাকার গাড়িচালকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন

আপডেট : ০৬ জুন ২০২০, ০৫:০৮ পিএম

রাজধানীর কদমতলী এলাকায় ট্রাক ও বাস থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ফরিদ আলী নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান।

পরে শনিবার সকালে অভিযুক্ত ফরিদ আলীর বিরুদ্ধে পুলিশ ও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মামলা করা হয় বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।

ওসি মো. শাহ জামান জানান, ফরিদ আলী দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ডাকপাড়া ট্রাকস্ট্যান্ড ও কদমতলী এলাকায় বাস-ট্রাক থেকে প্রতিদিন চাঁদা তুলে আসছিলেন। শুক্রবার রাতে চাঁদা তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। 

এলাকাবাসী জানান, ফরিদ ২০-২৫ জন যুবলীগের সদস্য নিয়ে ভয় দেখিয়ে প্রায় প্রতিদিন ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলে আসছিলেন।

এদিকে ফরিদ আটক হাওয়ায় শনিবার কদমতলী ও ডাকপাড়া এলাকার গাড়িচালকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
 

About

Popular Links