Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সাংসদ এটিএম আলমগীরের মৃত্যু

মঙ্গলবার সকাল ১০টায় তাকে দাফন করা হবে

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১০:৩৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সাংসদ ও জাতীয় পার্টি নেতা মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। 

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার কামাল হোসেন বুলু।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমের বাড়িতে সাবেক এই সাংসদকে দাফন করা হবে। 

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এটিএম আলমগীর। অবস্থার অবনতি হলে তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

১৯৯১-৯৫ সাল পর্যন্ত কুমিল্লা-১০ আসনের সাংসদ ছিলেন তিনি।

About

Popular Links