Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাংসদ মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত

বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা থাকায় তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৩:১৬ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের মীরসরাই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়। রাতে আসা রিপোর্টে তার শরীরে সংক্রমণের বিষয়টি জানা যায়।

বর্তমানে তিনি বন্দর নগরীর বেসরকারি চিকিৎসাকেন্দ্র পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন।

হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম ঢাকা ট্রিবিউনকে জানান, সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোশাররফ হোসেনকে হাসপাতালে আনা হয়।

 “তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগে থেকেই তার বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা থাকায় আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।”

৭৬ বছর বয়সী এই সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য।

About

Popular Links