Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রিজভী

মঙ্গলবার তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৬:৪৭ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

তিনি জানান, দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গাড়িতে ওঠার সময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে সিসিইউতে রাখা হয়।

রিজভীর স্বাস্থ্য সম্পর্কে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. এজেডএম জাহিদ বলেন, “রিজভী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখন গুরুতর। তার সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”

এদিকে, বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান।

এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগমের সাথে কথা বলেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। আমরা আশাবাদী যে তিনি শিগগিরই সেরে উঠবেন।”

About

Popular Links