দেশের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো প্রায় ১০০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন বা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ আয়োজনে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে বলে ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বুধবার জানিয়েছেন।
নির্বাচনগুলো হবে- চার জেলা পরিষদ, সাত পৌরসভা, ১০ উপজেলা পরিষদ ও ৭১ ইউনিয়ন পরিষদে। এগুলোর মধ্যে পাঁচ পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং বাকিগুলোতে উপনির্বাচন হবে।
সাধারণ নির্বাচন হতে যাওয়া পাঁচ পৌরসভা হলো ফরিদপুর জেলার ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাধারণ নির্বাচন হতে যাওয়া তিন ইউনিয়ন পরিষদ হলো দাঁতভাঙ্গা, বন্দবেড়ে ও চরশৌলমারী।
বাকি ৬৮ ইউনিয়ন পরিষদের সাতটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে।