Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

হেফাজত মহাসচিব কাসেমীর মৃত্যু

রবিবার বেলা ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০২:২৮ পিএম

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এরআগে বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে সেসময় তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকার কথা জানান কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির।  

প্রসঙ্গত, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন কাসেমী। গত ১৫ নভেম্বর সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বাবুনগরীকে আমির ও নূর হোছাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়। 


About

Popular Links