Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: মওদুদ আহমেদ

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে সফল করে তোলার জন্য তিনি সব গণতন্ত্রপ্রেমী জনগণকে এক হওয়ার আহ্বান জানান।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারামুক্ত করতে এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দাবিতে রাজপথে আন্দোলনের জন্য দলটি প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। 

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় কারামুক্ত করার বিষয়টি আমাদের ভুলে যেতে হবে...তাকে মুক্ত করার এখন একমাত্র উপায় রাজপথে আন্দোলন।’

বুধবার এক মানববন্ধনে মওদুদ আহমেদ এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করে।

তিনি বলেন, ‘নতুন কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এসব কর্মসূচির সাথে আমাদের আগামী দিনের রাজনীতি, ভোটের অধিকার ফিরে পাওয়া, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা জড়িত।’

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে সফল করে তোলার জন্য তিনি সব গণতন্ত্রপ্রেমী জনগণকে এক হওয়ার আহ্বান জানান।

মওদুদ বলেন, খালেদা জিয়াকে করাগারে যাওয়ার পর আইনি লড়াইয়ে সাত দিনের মধ্যে মুক্তি দেয়া উচিত ছিল। ‘কিন্তু আমরা গত সাত মাসেও তাকে মুক্ত করতে পারিনি, কারণ এখন নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে।’

বিএনপির আইনজীবীরা দলের প্রধানকে মুক্ত করতে কঠোর পরিশ্রম করেছেন এবং সব আইনি দিক দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘তারপরও নিম্ন আদালতের ওপর সরকারের প্রভাব থাকায় আমরা সফল হতে পারিনি।’

মওদুদ জানান, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করার জন্য তারা ঐক্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে তাদের আন্দোলনে যুক্ত করবেন।



সূত্র: ইউএনবি

   

About

Popular Links

x