সিটি স্ক্যান করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টায় গুলশানের বাসভবন “ফিরোজা” থেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, “ম্যাডামের (খালেদা জিয়া) আজকে আক্রান্ত হওয়ার সপ্তম দিন। কোভিডের পরিভাষায় তিনি এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকেই হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।”
গত রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়। সে সময় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
খালেদা জিয়া ছাড়াও তার গুলশানের বাসভবন “ফিরোজা”তে আরও আটজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন।