Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

এরশাদ: আমরা মানুষের নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করব

‘দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। কারণ আমাদের হাতে রক্তের দাগ নেই।'

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০৮:৫২ পিএম

জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হয়ে দেশের মানুষকে মুক্তি দেবে উল্লেখ করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা মানুষের নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করব।

তিনি বলেন, ‘দেশের মানুষ মুক্তি চায়। আমরা নির্বাচনে জয়ী হয়ে দেশের মানুষকে মুক্তি দেব। আমরা মানুষের নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জাতীয় পার্টির নেতাদের জন্য বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দিনব্যাপী স্টার্ট আপ কর্মশালায় এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টিকে চায়। কারণ, তারা জানে যে জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। ভয় আর ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির বিকল্প নেই।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। কারণ আমাদের হাতে রক্তের দাগ নেই। আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করিনি। আমাদের কোনো কলঙ্ক নেই।’

এরশাদ বলেন, ‘কত মানুষ খুন হলো, কত মানুষ গুম হলো কেউ তার খবর রাখে না। প্রিয়জন হারা মানুষের চোখের জল কেউ দেখে না।’

স্টার্ট আপ কর্মশালাটি পরিচালনা করেন এরশাদের তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির।

কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাঈদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী প্রমুখ।



সূত্র: ইউএনবি

   

About

Popular Links

x