বিএনপি নেতাদের ‘শয়তান’ বলে সম্বোধন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এখন বাংলাদেশে শয়তান মুচকি মুচকি হাসে। সে বলে এখন আর আমার কাজকর্ম নাই, যা আছে বিএনপি করে দেবে।’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান হাছান মাহমুদ।
‘বিএনপি একটি শয়তান দলে পরিণত হয়েছে’ দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করে বললেন আমরা শয়তানের সঙ্গে ঐক্য করতে রাজি আছি। অর্থাৎ বিএনপি নেতারাও শয়তান, বিএনপিও একটা শয়তান দলে রূপান্তরিত হয়েছে। তাই বিএনপি নিজেরাই ঘোষণা দিয়েছে তারা নিজেরা শয়তান এবং শয়তানের সঙ্গে ঐক্য করতে চায়।’
‘২০১৩-১৪ সালের মতো পরিস্থিতি তৈরি করবেন, তা হবে না। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, কমনওয়েলথ মহাসচিব অনুরোধ জানিয়েছেন, আরও বিশ্বনেতাদের অনুরোধ আসবে আপনাদের কাছে; সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং শয়তানের সংসার ছাড়ুন। যারা রাজনীতিতে পচে গেছে, তাদের দলে ভিড়িয়ে কোনও লাভ হবে না।’
গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে বিএনপি সারাদেশে একটি গণ্ডগোল পাকানোর জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য একটি ছক আঁকছে। সেই ছকের অংশ হিসেবে তারা সারাদেশে কর্মসূচি দেওয়ার নামে গণ্ডগোল করতে চায়।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ অনেকে।