Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

এরশাদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৮ জুন ২০১৮, ০৯:১১ পিএম

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বারিধারা কূটনৈতিক জোনে এরশাদের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এই তথ্য নিশ্চিত করেন।

বৈঠক সম্পর্কে সুনীল শুভরায় বলেনএটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

জাতীয় পার্টির সূত্র জানায়শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে দলের আর কোনও নেতা উপস্থিত ছিলেন না।

এদিকে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেনআমি এ ধরনের বৈঠকের খবর জানি না।

   

About

Popular Links

x