Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

এ সংঘর্ষের ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:১০ পিএম

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। এছাড়া প্রায় ১০ জন পুলিশও এ ঘটনায় আহত হয়েছে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা কর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বিএনপির নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে টিয়ারশেল ও রাবার বুলেটও ছোড়ে বলেও অভিযোগ করেন তারা।

যদিও পুলিশের দাবি, কর্মসূচি পালনের জন্য অনুমতি নেয়নি বিএনপি। 

ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, পরিস্থিতি স্বাভাবিকই ছিল। আগেও তারা এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু  বিএনপি নেতা আমানউল্লাহ আমানের পক্ষের উচ্ছৃঙ্খল কয়েকজন এসে হট্টগোল শুরু করে পুলিশের ওপর চড়াও হন। এতে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

About

Popular Links